মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, বণিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী ভূইয়া, আইসিটি কর্মকর্তা ইমাম আলী, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই সবুজ আহমেদ, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, এসকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকী প্রমুখ।