আরিফ হোসেন বাবু হত্যা মামলার ০৫ জন আসামী কে গ্রেফতার করেছে র্যাব।
আরিফ হোসেন বাবু হত্যা মামলার ০৫ জন আসামী কে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জে আরিফ হোসেন বাবু (৩৫) হত্যা মামলার ০৫ জন আসামী র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গত ২৭/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ভিকটিম অটো রিক্সা চালক আরিফ হোসেন বাবু (৩৫) ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন ঘুন্টিঘর নামাপাড়ার রেল লাইনের পশ্চিম পার্শ্বে পৌঁছামাত্র আসামী মোঃ কালী মাসুম (২৮) সহ অপরাপর আসামীগণ টাকা পয়সার লেন-দেনের বিষয়কে কেন্দ্র করে আসামী মোঃ কালী মাসুম (২৮) তার সাথে থাকা চাপাতি দিয়ে ভিকটিমের বাম পায়ের গোড়ালীর নিচে এলোপাথারি কুপিয়ে পায়ের রগ কেটে ও মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। আসামী মোঃ শাহিন @ চাচা শাহিন (৩০) তার হাতে থাকা রামদা দিয়ে ভিকটিমের বাম হাতের কব্জির উপর এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং আসামী মোঃ ফিরোজ কালু (৪১) সুইচ গিয়ার চাকু দ্বারা এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আসামী মোঃ আজিম (৩৫) বড় পাথর দিয়ে ভিকটিমের মাথার উপর এলোপাথারি আঘাত করে রক্তাক্ত জখম করে। আসামী মোঃ হৃদয় (২৫) ভিকটিমকে এলোপাথারি মারধর করে ভিকটিমের বুকের উপর চাপ দিয়ে বসে থাকে। আসামী মোঃ আজিম (৩৫) বড় পাথর দিয়ে ভিকটিমের মাথার উপর এলোপাথারি আঘাত করে রক্তাক্ত জখম করে।
ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধারপূর্বক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ডিসিস্টের স্ত্রী বাদী হয়ে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১৩, তারিখ- ২৮/০৭/২৫ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৪৫ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মীরেরবাগ বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ মাসুম @ কালী মাসুম (৩০), পিতা-লাল মিয়া, ২। মোঃ আজিম (৩৫), পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন, উভয় সাং-মীর হাজীরবাগ, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’দ্বয়কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের তথ্য মতে উক্ত আভিযানিক দল একই তারিখ রাত অনুমান ০২.১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকাার যাত্রাবাড়ী থানাধীন মীরহাজীরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ৩। মোঃ শাহিন @ চাচা শাহিন (৩০), পিতা-গিয়াস উদ্দিন, সাং-মীর হাজীরবাগ, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, রাত অনুমান ০৪.১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ০৪। মোঃ হৃদয় (২৫), পিতা-আরিফ, সাং-মীর হাজীরবাগ, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা এবং ভোর ০৫.৪৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ০৫। মোঃ ফিরোজ কালু (৪১), পিতা-মোঃ আঃ কাদের @ বুনাই কাদের, সাং-মীর হাজীরবাগ, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’গণকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুম @ কালী মাসুম (৩০) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় (২৫) এর বিরুদ্ধে দস্যুতা ও মাদক আইনের ০৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ শাহিন @ চাচা শাহিন (৩০) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স