ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি'র দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়কে মৌন মিছিল ও জনসংযোগ।


আপডেট সময় : ২০২৫-০৭-৩১ ১৭:১৯:০১
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি'র দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়কে মৌন মিছিল ও জনসংযোগ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি'র দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়কে মৌন মিছিল ও জনসংযোগ।
 
নিজস্ব প্রতিবেদক : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি'র দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়কে মৌন মিছিল ও জনসংযোগ। 

 
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়কে প্রদক্ষিণ করে মিছিলটি শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।


এই মৌন মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর ও শিক্ষার্থীরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় জনসংযোগ করা হয়। 

 
এরপর, ১১.৩০ মিনিটে শিক্ষার্থীরা ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এর আগে গতকাল সন্ধ্যায়  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিপিপি অনুমোদনের দাবিতে মশাল মিছিল করেন।

 
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ