ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ৫ বছরের শিশু ধর্ষণ।


আপডেট সময় : ২০২৫-০৭-৩১ ১৫:৫৪:১৩
সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ৫ বছরের শিশু ধর্ষণ। সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ৫ বছরের শিশু ধর্ষণ।
 
মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি।
 
গত ২৮ /০৭/২০২৫ ইং উল্লাপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাওয়াক দক্ষিণপাড়ার বাসিন্দা মো: ইমন, পিতা মৃত আব্দুর রহিম সরকার এর ৫ বছরের শিশুকে ধর্ষণ করে। বাড়ির পাশে খেলা করতে ছিল এ সময় আসে পাশে কেউ না থাকায়, বিকেল ৬ টায় আসামি শিহাব মুখ চেপে ধরে বাথরুমে নিয়ে ছোট্ট শিশু ইশা মনিকে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে ১০ টাকা দেয় এবং তাকে বলে কাউকে বলবি না বললে তোকে মেরে ফেলবো।

এই বলে শিহাব বাড়ি থেকে চলে যায়। বাবা একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে, বিকেল ৫ টায় ২ মেয়েকে রেখে তৈরি করা বোতল ফ্যাক্টরিতে দিতে যায়  বোতলগুলো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৬ঃ৪৫ মিনিটে বাড়িতে আসে, আসার পরে মেয়ে (ইশা মনি) কান্না করে বাবাকে জড়িয়ে ধরে বলে শিহাব আমাকে খারাপ কাজ করেছে। 

তারপর প্রতিবেশীর আত্মীয়-স্বজন আসে আসার পর সবার সাথে পরামর্শ করে থানাতে আসেন আসার পরে থানা মামলাটি গ্রহণ করেন। মামলার নাম্বার ৩০। মামলার বাদী মোছা: আতিয়া খাতুন (ইশা মনির মা) মামলার তদন্তকারী কর্মকর্তা মখলেছুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আসামি এখন পর্যন্ত গ্রেফতার করতে পারিনি, আসামিকে ধরার জন্য জোর চেষ্টা চালাচ্ছি। শিহাব নানার বাড়ি কাওয়াক দক্ষিণপাড়ায় থাকতো। নানা বাড়ি আর শিশুটির বাড়ির দূরত্ব মাত্র ২০০ ফিট। শিহাবের গ্রামের বাড়ি নাটোর জেলায়। পিতা মোঃ মন্টু, গ্রাম মেড়িভিটা,ইউনিয়ন, জুনাইল,থানা বড়াইগ্রাম জেলা নাটোর।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ