মিরপুরে ডাকাতি মামলার আসামী কবির র্যাব কর্তৃক গ্রেফতার।
মিরপুরে ডাকাতি মামলার আসামী কবির র্যাব কর্তৃক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে ডাকাতি মামলার আসামী কবির (৩৪) মাদারীপুর জেলার কালকিনি হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
অদ্য ৩০/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগীতায়* মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায়* অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার শাহআলী থানার মামলা নং- ০৫, তারিখ- ০৯/১২/২৪ খ্রি., ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০ এর পলাতক আসামী মোঃ কবির হোসেন (৩৪), পিতা- শাহজান বিশ্বাস, সাং-বিপনগর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করে।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির হোসেন (৩৪) রূপায়ণ লতিফা সামসুদ্দিন স্কয়ার, মিরপুর-১, ঢাকাতে সিকিউরিটি গাডর্ হিসাবে কর্মরত থাকা অবস্থায় গত ০৯/১২/২০২৪ তারিখে সে সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় ডিএমপি, ঢাকার শাহআলী থানার একটি টহল দল মো: শাওন (২১), মো: ইব্রাহিম (২৬) ও মো: জুলহাস মোল্লা (২৫)’গণকে গ্রেফতার করে এবং আসামী মোঃ কবির হোসেন (৩৪)’সহ অন্যান্য আসামীগণ দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স