ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসী সানমুন কারাগারে থাকলেও লামাপাড়ার অস্ত্রবাজ স্বদেশ অধরা।


আপডেট সময় : ২০২৫-০৭-৩০ ২১:৫০:৫১
সন্ত্রাসী সানমুন কারাগারে থাকলেও লামাপাড়ার অস্ত্রবাজ স্বদেশ অধরা। সন্ত্রাসী সানমুন কারাগারে থাকলেও লামাপাড়ার অস্ত্রবাজ স্বদেশ অধরা।


স্টাফ রিপোর্টার : অস্ত্রধারী সন্ত্রাসী হত্যা ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামী সানমুন যৌথবাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে থাকলেও তারই অন্যতম সহযোগী ফতুল্লা লামাপাড়ার অস্ত্রবাজ স্বদেশ (৩৫) এখনো অধরা রয়েছে। অথচ স্বদেশের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মাদক, সন্ত্রাসী কর্মকান্ড এবং ছিনতাইসহ কিশোর গ্যাং এর বিস্তর অভিযোগ রয়েছে। তবে পুলিশ বলছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বদেশকে নজরদারীর মধ্যে রাখা হয়েছে। তাকে দ্রুতই গ্রেফতার করা হবে।


জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল নতুন আইলপাড়া এলাকায় হত্যা ও বিষ্ফোরক মামলার পলাতক আসামী নারী লিপ্সু আব্দুর রহমান সেন্টুর মেয়ের জামাই স্বদেশ সেই ফতুল্লা শিবু মার্কেট লামাপাড়া এলাকায় বসবাস করে পাঠানটুলী আইলপাড়া এলাকায় অরাজকতা সৃষ্টি করছে এবং চুরি, ছিনতাই রাহাজানি সহ মাদক ব্যবসার সাথে জড়িত।


তার বাবা ছমির আলী কুতুবপুর ইউনিয়ন বিএনপির পাতি নেতা বলে দাপটের সাথে বিভিন্ন মানুষকে জিম্মি করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। এই বখাটে ছেলে স্বদেশের জন্য পিতার অনেক সময় লজ্জায় পড়তে হয়। কিন্তু পিতা ছমির আলীর অবাধ্য সন্তান স্বদেশ শ্বশুর বাড়ি এলাকায় গিয়ে মাদক বিক্রি করছে এবং কিশোর গ্যাং তৈরি করে অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যেই মানুষ জনদের হত্যা করার হুমকী দিয়ে ফায়দা লুটছে।


যার ফলে স্বদেশের আরেক নিকটাত্মীয় ডাকাত দলের সদস্য রাজুকে সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে। এর কিছুদিন পরই স্বদেশের সমন্ধি সানমুন যৌথবাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছে। তবে ফতুল্লা থানা পুলিশ সানমুনকে দ্রুতই রিমান্ডে নিবে বলে জানা গেছে। এর মধ্যে সানমুন ও রাজু গ্রেফতারকালে পুলিশের কাছে তাদের সহযোগীদের মধ্যে কয়েকজনের নাম প্রকাশ করেছে।


যাদের দ্রুতই আটক করা হবে বলে পুলিশ জানায়। আইলপাড়াবাসী সেন্টুর কুকীর্তির কথা তুলে ধরে বলেন, সেন্টুর পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজন কারো কথাই মাথায় নেয় না এবং যার তার সাথে যখন তখন লেগে যায়। সেন্টুর বিরদ্ধেও রয়েছে হত্যা ও বিষ্ফোরক মামলা।


সানমুন বাহিনীর অন্যতম সদস্য স্বদেশের বিরুদ্ধে র‌্যাব, পুলিশ ও যৌথবাহিনীর কাছে বিস্তর অভিযোগ রয়েছে, এবং জেলা প্রশাসনের মাদক বিক্রেতাদের তালিকায় স্বদেশের নাম রয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানা গেছে। এ ব্যাপারে স্বদেশকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে সচেতন মহল।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ