ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা আব্দুল লতিফ সরকারের জামিন নামঞ্জুর।


আপডেট সময় : ২০২৫-০৭-৩০ ২১:০৬:২০
বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা আব্দুল লতিফ সরকারের জামিন নামঞ্জুর। বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা আব্দুল লতিফ সরকারের জামিন নামঞ্জুর।
 
মোঃ সেরাজুল ইসলাম, বেলকুচি উপজেলা প্রতিনিধি। সিরাজগঞ্জের সলঙ্গা আমলী আদালতে বিএনপি নেতা ও ফুলজোড় ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হুমায়ূন কবির।

 
এর আগে, গত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম শেখের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আব্দুল লতিফ সরকার ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহেদ আলী সেখের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে নুরুল আলম শেখকে হত্যার চেষ্টা  করে। একই মামলায় তার বিরুদ্ধে বালুমহাল দখল, চাঁদাবাজি এবং শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির মতো গুরুতর অভিযোগ আনা হয়।

 
মামলার বিবরণে জানা যায়, ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলী ঐসময়ের দাতা সদস্য বর্তমানে সভাপতি মোঃ আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে শিক্ষকরা দুর্নীতির অভিযোগ এনে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু হলে ৪ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে শুনানির দিন সাবেক শিক্ষক একই গ্রামের বাসিন্দা মোঃ নুরুল  আলম হামলার শিকার হন । গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ  সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 
ঘটনার, পর সিরাজগঞ্জ জেলা বিএনপি সংগঠনগত সিদ্ধান্তে আব্দুল লতিফ সরকারকে সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর রাখা হয়।

 
এখানে উল্লেখ যে, বর্তমানে মহাপরিচালক, শিক্ষা অধিদপ্তরের নির্দেশে উক্ত কলেজের সভাপতি আব্দুল লতিফ সরকার ও অধ্যক্ষ মোঃ শাহেদ আলী সেখের বিরুদ্ধে কলেজের দূর্নীতি, অনিয়ম স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মস্বাদের তদন্ত চলমান। বিষয়টি নিশ্চিত করেছেন, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফ-উস সাঈদ। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ