দেবীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
আপডেট সময় :
২০২৫-০৭-৩০ ২০:৪২:০৬
দেবীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
মোঃআকতারু জ্জামান দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম সুলতানা আক্তার রত্না (২০)। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, যেখানে রত্নার মরদেহ পাওয়া যায়, সেখানকার জমিতে কয়েকদিন আগে ধানের চারা রোপণ করা হয়েছিল এবং জমিটি কাদা ও পানিতে ভরা ছিল। মরদেহের পাশে একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়, যার ভেতরে ছিল তার পরনের কাপড় ও দুটি সেদ্ধ ডিম। এছাড়া, এক হাতে মোবাইল ফোনের কাভার ধরা থাকলেও ফোনটি উদ্ধার করা যায়নি।
রত্নার বড় ভাই মামুন ইসলাম বলেন, সকাল ছয়টায় কাজে বের হই। সাতটার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে একজন মেয়েকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। ছুটে গিয়ে দেখি, সেটা আমার বোন। কোলে তুলে বাসায় নিয়ে আসি।
রত্নার বাবা রবিউল ইসলাম জানান, রাত ১২টার দিকে আমি বাসায় ফিরি। তখন রত্না আমাকে খেতে দেয়। রাত দেড়টা পর্যন্ত জেগে ছিলাম। সকালে উঠে দেখি মেয়ের ঘরের দরজা খোলা। স্ত্রী জানায়, রত্না ঘরে নেই। এর কিছুক্ষণ পর খবর পাই, ধানক্ষেতে একজন মেয়ের মরদেহ পাওয়া গেছে। পরে নিশ্চিত হই, সেটা আমার মেয়ে।
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে শরীরে আর তেমন কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন মেলেনি।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, পুলিশের পাশাপাশি সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাটি গভীরভাবে তদন্ত করছি। আশা করছি দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স