ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার।​


আপডেট সময় : ২০২৫-০৭-৩০ ২০:১১:০১
রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার।​ রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার।​


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোঃ জুম্মন ইসলাম শান্ত (২৬), নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিনগত রাত সোয় ৯টায় নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মোঃ জুম্মন ইসলাম শান্ত, সে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশারের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।


তিনি জানান, মঙ্গলবার রাতে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন, এসআই মোঃ আব্দুল হাকিম সরকার ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি হাসুয়া, দুইটি হাতুড়ি, একটি জিআই পাইপ, একটি প্লাস ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়।


জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাঝে মাঝে উপরোক্ত স্থানে অবস্থান করে ছিনতাই করত এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রগুলো সেখানে রেখেছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ