কাউখালী প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে এলডিডিপি প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে (বুধবার ৩০ জুলাই) দুপুর বারোটায় প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামের গরু হৃষ্টপুষ্ট করণ দলের ৩০ জন সদস্যদের মাঝে পানির পাম, টলি, বেলচা, পাইপ, ফ্লোর ম্যাট সহ বিভিন্ন প্রকার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রাজীব ভাবুক। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।