ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় একজন নিহত।


আপডেট সময় : ২০২৫-০৭-২৯ ২২:০৪:৩০
চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় একজন নিহত। চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় একজন নিহত।


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম লালকের (কাসটিলা) গ্রামে। নিহত আলাউদ্দিন ওই এলাকার হুরুন মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিকেল ৫টার দিকে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষিণকভাবে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৮ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বলেন, “সংঘর্ষ ও মৃত্যুর ঘটনাটি সত্য। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ