চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১
আপডেট সময় :
২০২৫-০৭-২৯ ০৯:৩৯:২৪
চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৩) নামের এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাশী ইউনিয়নের লাইট্রারতলি গ্রামে। নিহত আলাউদ্দিন ওই এলাকার আঃ রউফ ওরফে হুরুন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুলাই রাত অনুমান ৯ ঘটিকার সময় জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে নিহত আলাউদ্দিন ও তার বাবা আঃ রউফ স্হানীয় ভোলারজুম বাজার থেকে বাজার করে বাড়ী ফেরার পথে নির্জন পাহাড়ী এলাকা লাইট্রারতলি এলাকায় আসলে পূর্ব থেকে উৎ পেতে থাকা আক্তার হোসেন ও তার দলবল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে আঃ রউফ ও তার পুত্র আলাউদ্দিন কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দ্বারা গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আত্বীয় ও স্বজনদের মাধ্যমে চুনারুঘাট সদর হাসপাতাল ও পরে হবিগঞ্জ সদর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ঢাকা পঙ্গু মেডিকেল হাসপাতালে রেপার্ট করেন। ২৮ জুলাই সোমবার বেলা দুইটায় পথিমধ্যে আলাউদ্দিন (৪৩) মারা যায়।
আঃ রউফ বর্তমানে ঢাকা পঙ্গু মেডিকেল হাসপাতালে কোন রকম প্রানে বেচে আছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স