ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেট কার যোগে ঢাকা থেকে ময়মনসিংহ এসে অটোরিকশা চুরির সংঘবদ্ধ প্রতারক ও চোরচক্রের প্রধানসহ আটক ০৪।


আপডেট সময় : ২০২৫-০৭-২৯ ০৯:১৭:৩০
প্রাইভেট কার যোগে ঢাকা থেকে ময়মনসিংহ এসে অটোরিকশা চুরির সংঘবদ্ধ প্রতারক ও চোরচক্রের প্রধানসহ আটক ০৪। প্রাইভেট কার যোগে ঢাকা থেকে ময়মনসিংহ এসে অটোরিকশা চুরির সংঘবদ্ধ প্রতারক ও চোরচক্রের প্রধানসহ আটক ০৪।
 
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।

 
বাদী মোঃ জাকির হোসেন (২৮) এর গত ২৩/০৭/২০২৫ তারিখে অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবরে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, গত ২২/০৭/২০২৫ খ্রি. তারিখ সময় অনুমান ১১:৪০ ঘটিকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি বাদী মোঃ জাকির হোসেন (২৮) এর অটোরিক্সা ভাড়া নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজার থেকে বাড়েরার পুল এলাকায় যাওয়ার জন্য রিজার্ভ নেয় এবং সেখানে পৌঁছানোর পর অজ্ঞাতনামা এক মহিলা আসার জন্য অটোরিক্সা ড্রাইভারকে ১০ মিনিট অপেক্ষা করতে বলে নিজে চলে যায়।


১০ মিনিট পর অজ্ঞাতনামা সেই মহিলা অটোরিক্সায় উঠার পর অটোরিক্সাটি দাপুনিয়া বাজারের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন বাড়েরা পুল আকন্দবাড়ী রোড সংলগ্ন একটি বাড়ীর সামনে অটোরিক্সা দাঁড় করিয়ে অজ্ঞাতনামা মহিলা ড্রাইভারকে ৫০০/-টাকা দিয়ে ঐ বাড়ীর কেয়ারটেকারকে দিয়ে আসতে বলে। ড্রাইভার সরল মনে কেয়ারটেকারকে টাকা দিতে গেলে অজ্ঞাতনামা আরেক ব্যক্তি বাদীর অটোরিক্সায় উঠে অটারিক্সায় থাকা বাদীর ব্যবহৃত মোবাইল ফোনসহ নিয়ে চলে যায় এবং একটু দূরে রাখা একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-গ-২৫-৪৪৮৩ যোগে অজ্ঞাতনামা মহিলাটি চলে যায়।


এ ঘটনায় বাদীর দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে এবং অটোরিক্সা উদ্ধারসহ চোরচক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে তৎপড়তা শুরু করে। 

 
এরই ধারাবাহিকতায়, অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ২৮ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০৩:০০ ঘটিকায় ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিক্সা চোর চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ শাহিদ (৩০), থানা-পল্লবী, ডিএমপি, ঢাকা, ২। মোছাঃ রেহেনা আক্তার সাদিয়া (৩৫), থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ, ৩। মোঃ মোস্তফা (৬২), থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, এবং একই তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোস্তফা (৩৯),থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১নং, ২নং ও ৩নং আসামীরা প্রাইভেটকার যোগে ঢাকা থেকে ময়মনসিংহে এসে অটোরিক্সা চুরি করে চোরাইকৃত অটোরিক্সা চোরচক্রের প্রধান স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তফা এর নিকট বিক্রি করে দিতো। মোঃ মোস্তফা দীর্ঘদিন যাবৎ চোরাইকৃত অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে বিভিন্ন পার্টেসের দোকানে বিক্রি করে দিতো আবার কখনো অটোরিক্সার রং পরিবর্তন করে বিক্রি করে দিতো।    
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ