ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত। ​

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-২৭ ১৯:৫৬:৫৪
পীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত। ​ পীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত। ​

নিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগঞ্জে গভীর রাতে ঘটে গেলো মর্মান্তিক এক দুর্ঘটনা। গতকাল শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের বাজার মোড়ে একটি দ্রুতগামী পালসার মোটরসাইকেলের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী ওবায়দুর রহমান অদু মিয়া (৬৫) ঘটনাস্থলেই নিহত হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, খালাশপীর থেকে ছেড়ে আসা একটি পালসার মোটরসাইকেল দ্রুত গতিতে এসে বাজার মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অদু মিয়াকেসজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর তিনি মোটরসাইকেলের সামনে আটকে গেলে সেটি গিয়ে বৈশাখী হোটেলের সামনে একটি বিদ্যুৎ পোলের সাথে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই মারা যান অদু মিয়া, যিনি ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের মিলনপুর গ্রামের বাসিন্দা ও নিজাম উদ্দিনের পুত্র।


অপরদিকে, মোটরসাইকেল চালক জনি মিয়া (২৫) গুরুতর আহত হন। তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। জনি মিয়া, রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের আনচ আলীর ছেলে।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ