ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নীলা রানীর উপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার


আপডেট সময় : ২০২৫-০৭-২৭ ১৪:১৩:৩০
নীলা রানীর উপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার নীলা রানীর উপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার
 
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের নীলা রানীর উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হোসাইন।

 
শুক্রবার (২৬ জুলাই) তিনি ঘটনাস্থলে যান। এর আগে, গত ২৩ জুলাই ওই এলাকায় নীলা রানীর উপর হামলার ঘটনা ঘটে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরিদর্শনকালে দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকারসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 
ঘটনাস্থলে নীলা রানীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। এ সময় তিনি তাদের আশ্বস্ত করে বলেন, আপনারা ভয় পাবেন না। পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ