বোয়ালখালীর এক যুগে ও সংস্কার হয়নি সিপাহীরঘোনা সড়ক দুর্ভোগে স্কুল শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।
আপডেট সময় :
২০২৫-০৭-২৬ ১৩:৩০:৪২
বোয়ালখালীর এক যুগে ও সংস্কার হয়নি সিপাহীরঘোনা সড়ক দুর্ভোগে স্কুল শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।
এম মনির চৌধুরী রানা।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২ নম্বর পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের আওতাধীন চরখিজিরপুর ৭ নম্বর ওয়ার্ডের সিপাহীরঘোনা সড়কটি বর্তমানে চরম অবহেলার শিকার। কালামিয়ার বাড়ি থেকে শুরু করে আমির ব্যাপারী বাড়ি পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ সড়কটি সর্বশেষ ২০১২ সালে পিচঢালাই করা হয়েছিল। তারপর থেকে এখন পর্যন্ত কোনো রকম সংস্কার বা মেরামত করা হয়নি।
এলাকাবাসীরা জানায়, এটি এই এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা, যা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিশু, রোগী ও সাধারণ মানুষ স্কুল, কলেজ, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে রাস্তার বেহাল দশা তাদের জন্য এক প্রকার মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার কোথাও পিচ নেই, কোথাও বড় গর্ত, কোথাও আবার হাঁটু সমান কাঁদা। বৃষ্টির দিনে তো রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ছোট একটি অসুস্থ শিশুকে হাসপাতালে নিতে গেলে, এই রাস্তার কারণে জীবন ঝুঁকিতে পড়ে যায় এমন অভিযোগ জানাচ্ছেন অভিভাবকরা।
প্রতিদিন দুর্ঘটনার, ঝুঁকি নিয়ে স্কুলগামী কোমলমতি শিশুরা এই রাস্তায় চলাফেরা করে। রোগীদের অ্যাম্বুলেন্সও এই রাস্তায় এসে অনেক সময় আটকে যায়। অথচ এই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয়রা বহুবার আবেদন জানিয়েছে, কিন্তু কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকার বাসিন্দার মোহাম্মদ লিয়াকত জানান প্রশাসন, জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেন অবিলম্বে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। তারা আশা করছেন, এই অনাবিল কষ্টের শেষ কবে হবে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স