ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ‍‍্যংছড়িতে ইসলামী ছাত্রশিবিরের উদ‍্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত​


আপডেট সময় : ২০২৫-০৭-২৬ ০৪:৩৭:৩২
নাইক্ষ‍‍্যংছড়িতে ইসলামী ছাত্রশিবিরের উদ‍্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত​ নাইক্ষ‍‍্যংছড়িতে ইসলামী ছাত্রশিবিরের উদ‍্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত​

হেলাল উদ্দীন মিঞাজী, নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ‍্যংছড়িতে বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবিরের উদ‍্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

 
বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল ১২ টায় ইসলামী ছাত্রশিবির নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন শাখার উদ‍্যোগে স্থানীয় একটি এশিয়ান হাইওয়ে রোডের পাশে রুচি রেস্টুরেন্ট হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস ছালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন‍্য অভিনন্দন জানিয়ে আগামী দিনে দেশে সৎ, দক্ষ ও নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। বলেন শিক্ষার চেয়ে সুশিক্ষিত হওয়া জরুরি। দেশের বিদ‍্যমান দুর্নীতি ও অসাধু ব‍্যবস্থার আমূল পরিবর্তনে মেধাবীদের এগিয়ে আসার বিকল্প নেই।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির বান্দরবান ৩০০নং আসনের জামায়াতে ইসলামী'র মনোনীত সংসদীয়প্রার্থী এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আসিফউল্লাহ মোহাম্মদ আরমান।


আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জনাব হামিদুল হক, ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু দীপক বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক শাহনেওয়াজ চৌধুরী, জনাব খায়রুল বশর সহ স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবান জেলার সভাপতি শামসুদ্দীন তিবরি।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ