জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে মাঠে জমি চাষ করতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ (২৪ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি মোজাকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। সুজন স্থানীয় ফয়জল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে বাড়ির পাশে পাওয়ার টিলার নিয়ে মাঠে জমি চাষ করতে যায় সুজন। ওইসময় মুষলধারে বৃষ্টির সাথে অকস্মাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হন সুজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে নকলা থানায় অপমৃত্যু্ মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের পর উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সুজনের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।