সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উপজেলা গেট সংলগ্ন ২৪শে জুলাই বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২০২৫শে এ কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ না রাখায়, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃখলিলুর রহমান, সহসভাপতি মোস্তাক আহমেদ, সহ হরিপুর কিন্ডারগার্টেনের সকল প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মহল সহ কোমলমতি শিক্ষার্থীরা উক্ত মানব বন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন,
এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, যে বৈষম্যের কারনে জুলাই আনন্দোলন হয়েছে আবার আমরা সুন্দর ভাবে বাঁচার অনুপ্রেরণা পেয়েছি কিন্তু দুঃখ জনক হলেও সত্য আবার কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক ৫ম বৃত্তি পরীক্ষা থেকে বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের বিরত রাখা হচ্ছে।
১৭ই জুলাই কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটা কাম্য নয়, সেটা হয়েছে শুধু এই অবুঝ শিশুদের শিক্ষা হরণ করা, কেন আজ আমরা আবার ও সেই বৈষম্যের শিকার কেন আমাদের বাম চোখে দেখা হচ্ছে, শিক্ষা ব্যবস্হায় কিন্ডারগার্টেন স্কুল গুলো শিক্ষা ব্যবস্হায় সবচেয়ে এগিয়ে, এত এগিয়ে থাকার পরেও কেন এই কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, আর কোন শিক্ষা ব্যবস্হায় বৈষম্য চলবে না, যদি বৈষম্য করা হয় আবার সারাদেশে কোঠর আন্দোলনের ডাক দেওয়া হবে।
পরিশেষে হরিপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।