৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর।
আপডেট সময় :
২০২৫-০৭-২৪ ১৮:৪২:২০
৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর।
এম মনির চৌধুরী রানা। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের করা ৫ টি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আগত আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বাধীন একটি আইনজীবী দল। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আদালতে প্রবেশে বিচারপ্রার্থীদের তল্লাশি চালানো হয়। ২০২৪ সালের ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় সংঘর্ষ চলাকালে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধ এবং আইনজীবী হত্যার অভিযোগে কোতোয়ালী থানায় ৫ টি মামলা দায়ের করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স