ভালুকায় বিল নিয়ে বিরোধঃ দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
আপডেট সময় :
২০২৫-০৭-২৩ ০৯:১২:০৯
ভালুকায় বিল নিয়ে বিরোধঃ দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় মৎস খামারে বিরোধের জেরে দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। নূর মোহাম্মদ গংদের দাবি তাদের বিল থেকে শাহিন আলম জোর পূর্বক মাছ ধরে নিয়ে গেছে। অপরদিকে শাহিন আলমের অভিযোগ নূর মোহাম্মদ গংরা তার বিলের পাহাদারকে মারপিট করে আহত করেছে।
এ ঘটনায় দুই পক্ষই ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নূর মোহাম্মদ বলেন, তিনি দীর্ঘদিন যাবত বিলে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে মোঃ শাহীন আলম, কনক মিয়া, এনায়েত খান মিশু সহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ১০০০/১২০০কেজি বিভিন্ন প্রজাতির মাছ জোরপূর্বক লুট করে চলে যায়।
অপরদিকে শাহীন আলম সকল অ়ভিযোগ অস্বীকার করে বলেন, গলইঘাট বিলে কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে আমি দীর্ঘ দিন যাবত মাছ চাষ করে আসছি। আমি কারো মাছ লুট কিংবা অস্ত্র নিয়ে হুমকি দেইনি।
তিনি আরও বলেন, আমার পাহারাদারকে নূর মোহাম্মদ গংরা মারপিট করে তা ধামাচাপা দিতেই উল্টো আমার বিরুদ্ধে ষড়যন্ত করছে। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স