ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযান: ৪৫টি মাদক ইনজেকশনসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-১৯ ১৯:০৯:৪৭
পঞ্চগড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযান: ৪৫টি মাদক ইনজেকশনসহ দুই যুবক আটক পঞ্চগড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযান: ৪৫টি মাদক ইনজেকশনসহ দুই যুবক আটক

 

মোঃ মোহন মিয়া
স্টাফ রিপোর্টার

পঞ্চগড় জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আবু তাহের এর নেতৃত্বে ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫টি নিষিদ্ধ মাদক ইনজেকশনসহ দুই যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের কায়েতপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

 

আটককৃতরা হলেন-

মোঃ জাহিদুজ্জামান ওরফে হৃদয় (২৬), পিতা- মোঃ জামাল উদ্দিন, সাং- ফোকরোপাড়া, ওয়ার্ড নং-১, পঞ্চগড়।

মোঃ শামীম হোসেন বাজী (২০), পিতা- মোঃ হারুন অর রশিদ, ঠিকানা- পঞ্চগড় জেলা সদরে।

এসআই (নিঃ) মোঃ আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তার নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:

Buprenorphine Injection IP Cooper: ৩৯টি (মোট ৭৮ মিলি),

Easium ইনজেকশন: ৩টি (মোট ৬ মিলি),

PHENEREX INJ: ৩টি (মোট ৬ মিলি)।

 

সর্বমোট ৪৫টি নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা। এছাড়া, মাদক পরিবহনে ব্যবহৃত TVS Apache 160cc মোটরসাইকেল (মূল্য প্রায় ২ লক্ষ ১৬ হাজার টাকা) জব্দ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পঞ্চগড় সদরসহ আশপাশ এলাকায় এসব নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করতো।

 

তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ৩৩(ক)/৮(৭)/৩৮ ধারা অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এসআই মোঃ আবু তাহের আরও জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ