ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে ড. মাওলানা আব্দুস সামাদের শোক


আপডেট সময় : ২০২৫-০৭-১৯ ০০:১২:৫১
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে ড. মাওলানা আব্দুস সামাদের শোক সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে ড. মাওলানা আব্দুস সামাদের শোক
 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারপারসনের উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।


শোকবার্তায় তিনি বলেন, আব্দুল মান্নান তালুকদার ছিলেন একজন বর্ষীয়ান জননেতা। এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে ছিলেন সুপরিচিত। তিনি দেশের ক্রান্তিকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।


বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালন করার কারণে এ অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল, যা একজন জনপ্রতিনিধির জন্য সৌভাগ্যের বিষয়।


তিনি দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সবসময় সচেষ্ট ছিলেন। রাজনীতিতে ভদ্রতা ও উদারতার উদাহরণ তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুতে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


আল্লাহ যেন এই পরিবারকে শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করেন। "আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন তাঁর গোলামের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন।এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলী, তাড়াশ উপজেলা আমীর খ. ম. সাকলাইন, সেক্রেটারি শাহজাহান আলী, সলঙ্গা থানা আমীর রাশেদুল ইসলাম শহীদ ও সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান পৃথক পৃথক শোকবার্তা প্রদান করেন।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ