ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ওসির গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে দুবৃর্ত্তরা


আপডেট সময় : ২০২৫-০৭-১৮ ১৮:৪৩:২৩
বোয়ালখালীতে ওসির গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে দুবৃর্ত্তরা বোয়ালখালীতে ওসির গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে দুবৃর্ত্তরা

এম মনির চৌধুরী রানা। 


চট্টগ্রামের বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমানকে বহনকারী চলন্ত গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে হতা-হতের কোন ঘটনা ঘটেনি। তবে ঢি’লের আঘাতে গাড়ির সামনের আয়নায় ফাটল ধরেছে।


গত বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে সরকারি গাড়ি নিয়ে ওসি ফোর্সসহ উপজেলার আরাকান সড়ক দিয়ে থানায় আসছিলেন। আরাকান সড়কের রায়খালী ব্রিজ পাড় হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এলাকায় পৌঁছলে চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে দুর্বৃত্তরা। 


থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান বলেন, কে বা কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ওসি জানান, রাতে ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিয়ে থানায় ফেরার পথে এ ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। গাড়ির সামনের আয়নার বাম পাশে ঢিলের আ’ঘা’তে ফাটল ধরেছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ