ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার -২


আপডেট সময় : ২০২৫-০৭-১৭ ২২:২৯:০৩
রাজশাহী নগরীতে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার -২ রাজশাহী নগরীতে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার -২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে গাঁজাসহ ২জন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেন্টারপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।


এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ জামাল উদ্দিন ওরফে রকি (৩৮), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ার মোঃ আব্দুর রহিমের ছেলেন ও মোঃ বায়েজীদ ইসলাম (২৫), সে একই থানার কাশিয়াডাঙ্গা বাগানপাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।


তিনি জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানতে পারেন, কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত বাড়িতে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা জব্দ করা সহ মাদক কারবারী রকি ও বায়েজীদকে গ্রেফতার করা হয়।


এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ