ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আ’লীগ নেতা-কর্মী ও চাঁদাবাদসহ গ্রেফতার ৩৮


আপডেট সময় : ২০২৫-০৭-১৭ ২২:২১:৪৪
রাজশাহী মহানগরীতে আ’লীগ নেতা-কর্মী ও চাঁদাবাদসহ গ্রেফতার ৩৮ রাজশাহী মহানগরীতে আ’লীগ নেতা-কর্মী ও চাঁদাবাদ সহ গ্রেফতার ৩৮


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মী সহ ৩৮জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো: জাকির হোসাইন (২৮), তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানার বড়কুঠিপাড়ার মোঃ জহিদ আলীর ছেলে, কেএম আমিনুল ইসলাম (৫৫), তিনি একই থানার ঘোড়ামারা এলাকার শেখের চক এলাকার মৃত মোঃ কেএম আব্দুল গনির ছেলে, মোঃ সাইফুল ইসলাম খান (৪৬), তিনি নগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার মৃত ইউনুস আলী খানের ছেলে এবং রাজপাড়া থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদাবাজ ও মোঃ সানোয়ার হোসেন (২৭), তিনি নগরীর বোয়ালিয়া থানার বড় কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।


বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।


তিনি জানান, গত ২৪ ঘন্টায় অবৈধ প্রভাব বিস্তারকারী, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে ৪জনকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়াও অন্যান্য অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১৫ জন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ