হবিগঞ্জ চুনারুঘাটে আগুনে পুড়ে ৩০ গবাদিপশু ছাই
আপডেট সময় :
২০২৫-০৭-১৭ ২১:২৯:২৬
হবিগঞ্জ চুনারুঘাটে আগুনে পুড়ে ৩০ গবাদিপশু ছাই
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাটে গোয়ালঘরে কয়েল থেকে আগুন লেগে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। গতকাল বুধবার মধ্যরাতে সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দুই ভাই আব্দুল কদ্দুছ ও কদর আলী।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাসুদেবপুরের মৃত আব্দুল বারিকের দুই ছেলে কদ্দুছ ও কদর একটি গোয়ালঘরে ভাগাভাগি করে গবাদিপশু পালন করতেন। সেখানে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ঘুম ভেঙে প্রথমে আগুন দেখতে পান কদর।
পরে তাঁর চিৎকারে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস পৌঁছার আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে যান দুই ভাই। তাঁরা গবাদিপশু পালন করে জীবন নির্বাহ করতেন বলে জানান কদর।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ঘটনাটি জানার পরই আমি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির জন্য জরুরি সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স