ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু


আপডেট সময় : ২০২৫-০৭-১৭ ২১:০৮:০০
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
 
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মুবিন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


বুধবার রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে। আহত অপর যুবক তামিম শামীম (২৩), পিতা মো. হুমায়ুন, ৮ নম্বর ওয়ার্ড সবুজ নগর মহল্লার বাসিন্দা। উভয় পক্ষ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মৃধার অনুসারী বলে জানাগেছে।

 
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। রনি (২০), পিতা খোকন মোক্তার, ফাহাদ (১৮), তানজিল (১৮) এবং আরও ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকসির ঘটিচোরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 
আহত মুবিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টায় তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায়  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ