ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৫-০৭-১৬ ২৩:৪৬:৪৬
জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে দোয়া মাহফিল


এম মনির চৌধুরী রানা : চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ১৬ জুলাই বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা  বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।


অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ তাদের অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তব্য প্রদানকালে মাননীয় উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবার যেন সরকারি সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুষ্ঠুভাবে লাভ করেন তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি সকলের ঐক্যমত্য প্রত্যাশা করেন।


সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ