ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা


আপডেট সময় : ২০২৫-০৭-১৬ ১১:৫৭:৫৩
বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

এম মনির চৌধুরী রানা 


বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন পন্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে, ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ জুলাই) গোমদন্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় অভিযানে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।


অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে গোমদন্ডী ফুলতল এলাকায় খাজা হোটেল ও রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার ও অনুমোদনহীন পণ্য বিক্রয়ের দায়ে মেসার্স ভান্ডারী ট্রেডিং,কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ