ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের ত্রিশালে আষাঢ়ে বৃষ্টির সময় বজ্রপাতে আব্দুল রশীদ (৭৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ত্রিশাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঁচ পাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের বড় ছেলে পুকুরের পাড়ে বসে কচুর লতি পরিস্কার করছিলেন এমন সময় বজ্রপাতে মৃত্যু হয়।
স্থানীয় ও আত্মীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বৃষ্টিতে ভিজে পুকুরের পাড়ে বসে আব্দুল রশীদ(৭৫) কচুর লতি পরিস্কার করছিলেন এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।