আজ প্রথিতযশা সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন
আজ প্রথিতযশা সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন
নিজস্ব প্রতিবেদক।
আজ ১৫ জুলাই বরিশালের বানারীপাড়ার অমিত সাহসী প্রথিতযশা সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন। ১৯৭৯ সালের এইদিনে তিনি তার মায়ের কোল আলোকিত করে সুন্দর এ ধরণীতে আগমন করেছিলেন। নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন গত দুই যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতার মহান ও চ্যালেঞ্জিং পেশায় ব্রত থেকে সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।
পাঠক নন্দিত দৈনিক ইত্তেফাক, সমকাল, কালেরকন্ঠ, আজকের কাগজ, নিউনেশন, আজকের বার্তাসহ শীর্ষ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে কাজ করে তিনি সাংবাদিকতায় বিশেষ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং অর্জন করেছেন ব্যাপক পরিচিতি, যশ ও খ্যাতি।
অদম্য মেধাবী রাহাদ সুমন বানারীপাড়া প্রেসক্লাবের দুইবার সাধারণ সম্পাদক ও ১৭ বার সভাপতির পদ অলঙ্কিত করেন। ১৯৮৫ সালে বানারীপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলেও রাহাদ সুমনের যোগ্য নেতৃত্বে পৌর শহরের প্রাণকেন্দ্রে সাংবাদিকদের আপন নিলয় নিজস্ব প্রেসক্লাব ভবন নির্মিত হয়েছে। তিনি শুধু একজন মেধাবী সাংবাদিকই নন বিশিষ্ট শিক্ষানুরাগীও।
গুণী সাংবাদিক রাহাদ সুমন জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তিন বার ও দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির একবার সভাপতির দায়িত্ব পালণ করেন। তিনি বানারীপাড়া ডিগ্রি কলেজ ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডি এবং বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কমিটিরও সদস্য ছিলেন।
এছাড়াও, তিনি বানারীপাড়ার প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে রয়েছেন। তার শুভ জন্মদিনে হাজারো মানুষ ফেসবুক ও মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অনিঃশেষ অভিনন্দন ও অফুরান শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে শুভেচ্ছা জানানোয় তিনিও তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স