নান্দাইলে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
আপডেট সময় :
২০২৫-০৭-১৫ ২১:২৭:২৩
নান্দাইলে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।
ময়মনসিংহের নান্দাইলে জামায়াত ইসলামীর মনোনীত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (ভিডিপি) চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ১৪ জুলাই সোমবার নান্দাইল সদর প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামায়াত মনোনীত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জয়যুক্ত হলে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়, দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সকলকে নিয়ে একসাথে কাজ করে যাবো। এব্যাপারে বস্তনিষ্ট সত্য, তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ছালেহ উদ্দিন আকন্দ পৌরসভার জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল বাতেন ফকির, উপজেলা (বিডিপি) সদস্য সচিব মোঃ আজিজুল হক যুগ্ম আহ্বায়ক (ভিডিপি) মোঃ নজরুল ইসলাম, নান্দাইল সদর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক মোঃ রাসেদ হাসান, কোষাধ্যক্ষ প্রভাষক এনায়েত করিম ভূঁইয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এটিএম হুমায়ুন কাদির কামাল, পাঠাগার সম্পাদক মোস্তফা আল মাহদী কার্যকরী সদস্য মোঃসায়েদুর রহমান ফারুক, মোঃ রাকিবুল হাসান প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স