ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইন-সহ ১জন ও গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৭-১৫ ২০:৪৯:০৪
রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইন-সহ ১জন ও গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইন-সহ ১জন ও গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী স্টেশনে যাত্রীবেশে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে ফাহারুল ইসলাম (৩০), নামের এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৪ জুলাই) বিকাল পৌনে ৪টায় রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ম শ্রেনীর যাত্রীদের বিশ্রামাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ সময় তার কাছ থেকে ৭৩গ্রাম হেরোইন জব্দ করা হয়। যাহার মূল্য ৭লাখ ৩০ হাজার টাকা। গ্রেফতার হেরোইন কারবারী মোঃ ফাহারুল ইসলাম (৩০), সে গোদাগাড়ী থানার হাবাজপুর গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে। অপর এক অভিযানে, গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি ফারজিনা নামের এক শ্বাশুড়িকে রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।


মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত ১টায় দূর্গাপুর থানাধীন শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী মোছাঃ ফারজিনা আক্তার, তিনি নীলফামারী জেলার ডোমার থানার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মোঃ খয়রুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, সোমবার বিকাল থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে রাজশাহী স্টেশন থেকে ৭৩ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারী ফাহারুল ইসলাম ও গৃহবধূ হত্যাকান্ডের প্রধান আসামী শাশুড়ি ফারজিনাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুই থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ