ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কালীগঞ্জে মিছিল ও সমাবেশ


আপডেট সময় : ২০২৫-০৭-১৫ ১৯:৫৯:৪৭
বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কালীগঞ্জে মিছিল ও সমাবেশ বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কালীগঞ্জে মিছিল ও সমাবেশ

 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর


দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কটুক্তির প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কালীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

 
এর আগে, উপজেলার নতুন ব্যাংকের মোড় এলাকায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহিম প্রধান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 
বক্তারা বলেন, দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সরকার মিথ্যা প্রচারণা ও কটুক্তির আশ্রয় নিয়েছে। কিন্তু ষড়যন্ত্র করে জনগণের ভালোবাসা থেকে বিএনপি নেতাদের দূরে সরিয়ে রাখা যাবে না।

 
এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ