কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
আপডেট সময় :
২০২৫-০৭-১৫ ১৯:৫২:০৪
কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিফাত (২১) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এই দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
দণ্ডপ্রাপ্ত রিফাত কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের খোরশেত আলমের ছেলে।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত মামলায় রিফাত দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন।আদালতের নির্দেশে তার কাছ থেকে ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সঙ্গে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করা হয়।
দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা পুলিশের এএসআই জামিল আহমেদ এবং বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স