হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ সারাদেশে ঘুম, খুন, হত্যা, নির্যাতন, চাঁদা বাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড সম্মিলিত মানবাধিকার বিশ্ব হবিগঞ্জ জেলা শাখার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জুলাই মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোড এলাকায় কাদির ম্যানশন এর ৩য় তলায় জেলা কমিটির সভাপতি মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্তে এপ্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলার সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তাহের কদর আলী, অর্থ সম্পাদক অঞ্জন বরন ব্রম্মচারী, সদর উপজেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল মিয়া।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা বলেন, দেশের মানুষ নিরাপত্তা হিনতায় ভুগছে দেশের বিভিন্ন স্হানে নিরীহ মানুষ নির্যাতন হচ্ছে এমন কি খুন, ঘুম, হত্যা নির্যাতন চাঁদা বাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের মানুষ আতংকিত অবস্থায় বসবাস করছে। তাই আইনশৃঙ্খলা চরম অবনতি কারনে মানুষ নিরাপত্তা হিনতায় ভুগছে। দেশের মানুষ কে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী কে আহবান জানান হয়।