বুড়িচংয়ের দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে-ইউএনও, বুড়িচং
আপডেট সময় :
২০২৫-০৭-১৫ ১৮:৩৭:০৯
বুড়িচংয়ের দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে-ইউএনও, বুড়িচং
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার অবৈধভাবে দখল হওয়া খালগুলো উদ্ধারে দ্রুত ও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। জলাবদ্ধতা, খাল দখল ও বর্জ্য ব্যবস্থাপনা ইস্যুতে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম, বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মামুন, নসু মিয়া, মাসুম মেম্বারসহ স্থানীয় ছাত্র প্রতিনিধি ছাব্বির, তারিকুল ইসলাম পিয়াস ও আরিফ আহমেদ মাহাদি।
সভায় ইউএনও বলেন, খাল দখল করে যারা জনদুর্ভোগ বাড়াচ্ছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অভিযান চালিয়ে খাল উদ্ধার করা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার সমাধানে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এলাকাবাসীর সম্পৃক্ততা ও সচেতনতা ছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
সভায় আলোচনায় উঠে আসে, খাল দখলের ফলে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, কৃষি উৎপাদন ব্যাহত হওয়াসহ জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। জলপ্রবাহ ব্যাহত হওয়ায় এলাকায় বর্ষা মৌসুমে পানি জমে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। শহর ও গ্রামাঞ্চলের মধ্যে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদে কৃষিকাজ, মাছ চাষ, ভূগর্ভস্থ পানির রিচার্জ এবং সার্বিক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে।
সভায় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধি, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রশাসন জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি সকল প্রকার দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হবে। উপজেলা প্রকৌশলী, ভূমি অফিস, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত টিম অচিরেই কাজ শুরু করবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স