তারেক রহমানকে কুটুক্তির প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল
আপডেট সময় :
২০২৫-০৭-১৩ ২৩:১০:৫৭
তারেক রহমানকে কুটুক্তির প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুটুক্তি, কুরুচিপূর্ণ স্লোগান ও অযাচিত দোষারোপের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে পৌর শহরে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরণ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপি’র আহবায়ক আলী আকবর আনিছ ও সদস্য সচিব সুজিত কুমার দাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও, মিছিলে অংশ নেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল, তাজুল ইসলাম খোকন, এসএম দুলাল, প্রভাষক শাহজাহান সিরাজ, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান, শাহ্ ওবায়দুল্লাহ সুমন, মোঃ সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম আহাদ, এ কে এম আনোয়ারুল ইসলাম কামাল, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক রমজান হোসেন আকন্দ জুয়েল, আরিফুল ইসলাম ভুইয়া এনাম, আতাউর রহমান আতা, শাহজাহান কবির হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের কর্মসংস্থান সম্পাদক সাইদুল ইসলাম লিংকন, সদস্য জিয়াউর রহমান জিয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, জোবায়ের মাহমুদ আকাশ, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ শহীদুল্লাহ, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক খাইরুল বাসার খেলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির, যুগ্ম আহবায়ক রিপন সরকার, মিজানুর রহমান মিশু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম পিয়াস, আরিফুল হক উদয়, মেহেদী হাসান সাগর, রফিকুল ইসলাম শুভ, মুসা মুন্সি, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সুমন আকন্দসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স