ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কামিল শ্রেণিতে ভর্তি সময় বাড়ল


আপডেট সময় : ২০২৫-০৭-১৩ ১৯:০১:২৪
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কামিল শ্রেণিতে ভর্তি সময় বাড়ল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কামিল শ্রেণিতে ভর্তি সময় বাড়ল

 

মোঃ আরিফুল ইসলাম
ঢাকা আলিয়া প্রতিনিধি:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কামিল মাদ্রাসায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্ব হাদীস, তাফসীর, ফিকহ ও আদব বিভাগে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) শ্রেণিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে আজ রোববার (১৩ জুলাই ২০২৫) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে বিলম্ব ফি ছাড়াই ভর্তির নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা ১৩ জুলাই ২০২৫ থেকে ২৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন।

 

এছাড়াও, পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির আলোকে যারা নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি হতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভর্তি ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি জমাদানের সময়সীমাও পুনঃনির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে শিক্ষার্থীরা এই শিক্ষাবর্ষে (২০২৩-২০২৪) আর ভর্তি হতে পারবেন না। ফলে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) থেকে জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ