মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : গতকাল শনিবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া পৌরসভার উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ ধর্ষণ, হত্যা এর প্রতিবাদে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করেন, মিছিলটি কে এম লতিফ সুপার মার্কেটের দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সন্মুখ সড়কে পথসভায় করেন।
পৌর জামায়াতের সেক্রেটারি মুহা আবুল বাশারের পরিচালনা পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর আমীর মীর আব্দুল মালেক, টিকিকাটা ইউনিয়নের আমির হাফেজ শহিদুল ইসলাম, ছাত্র শিবিরের পৌর সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা ঢাকার মিড ফোর্ট হাসপাতালের সামনের সড়কে পাথর দিয়ে বাঙ্গরী ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান, এবং যারা চাঁদাবাজি করে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে দেশবাসীকে আহ্বান জানান।