মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার।
সিরাজগঞ্জের সলঙ্গায় চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১১জুলাই) শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মসজিদ কর্তৃপক্ষ।
বিদেশি সংস্থার কিছুটা আর্থিক সহযোগিতা নিয়ে মসজিদ নির্মান কাজ শুরু করলেও পরে স্থানীয় ও সামাজিক ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় দ্বিতল ভবনের একতলা মসজিদ নির্মান কাজ শেষ করা হয়েছে। আনুষ্ঠানিক দোয়ার পরে ফিতা কেটে নামাজের জন্য মসজিদটি সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: ওবায়দুল্লাহ, সহকারি শিক্ষক মাও: আদম আলী, বাসুদেবকোল শ্রীরামেরপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও: আব্দুল মান্নান, আব্দুস সোবহান ডা: আখতার হোসেনসহ স্থানীয় মুসুল্লিগণ।