মো: কোরবান আলী রিপন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে ওয়াসিমুল বারী হিরন। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার স্বনামধন্য প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস অর্জন করেছে।
ওয়াসিমুল বারী হিরন উল্লাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের চর ঘাটিনা গ্রামের ব্যবসায়ী সাজেদুল বারী রাজীবের এর ছেলে। ওয়াসিমুল বারী হিরনের মাতা উম্মে কুলসুম হাসি উল্লাপাড়া রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষিকা। তারা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের স্থায়ী বাসিন্দা। এক ভাই ও এক বোনের মধ্যে সে বড়।
উল্লেখ্য, সে উল্লাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন সরকার এর ভাগিনা তার এই ভালো ফলাফলের জন্য তার বাবা-মা, পরিবার ও সকল শিক্ষকমন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উল্লেখ্য সে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পেয়েছিল।
ভবিষ্যতে সে মানবিক ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে সে সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন।