ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ি উপজেলার ছিট খন্ডখুই গ্রামে পিতা-মাতা ও পুত্র কর্তৃক জমিজমা বিরোধের মারধরের মিথ্যা ঘটনায় মানব বন্ধন


আপডেট সময় : ২০২৫-০৭-১২ ২০:২০:২৪
ফুলবাড়ি উপজেলার ছিট খন্ডখুই গ্রামে পিতা-মাতা ও পুত্র কর্তৃক জমিজমা বিরোধের মারধরের মিথ্যা ঘটনায় মানব বন্ধন ফুলবাড়ি উপজেলার ছিট খন্ডখুই গ্রামে পিতা-মাতা ও পুত্র কর্তৃক জমিজমা বিরোধের মারধরের মিথ্যা ঘটনায় মানব বন্ধন


দিনাজপুর প্রতিনিধি- ফুলবাড়ি উপজেলার বেতদিঘী ইউনিয়নের খন্ডখুই গ্রামে পিতা মো: মোকলেছার রহমান ও মাতা সুলতানা বেগম তার নিজ পুত্র মো: বুলবুল ইসলাম কর্তৃক জমিজমা সংক্রান্ত মারধরের মিথ্যা ঘটনায় মানব বন্ধন করেন।


গতকাল শুক্রবার দুপুর ২টায় ফুলবাড়ি উপজেলার বেতদিঘী ইউনিয়নের খন্ডখুই গ্রামে পিতা মো: মোকলেছার রহমান ও মাতা সুলতানা বেগম তার নিজ পুত্র মো: বুলবুল ইসলাম কর্তৃক জমিজমা সংক্রান্ত মারধরের মিথ্যা ঘটনায় থানায় অভিযোগ প্রদান এবং দলীয় ব্যানারে স্বেচ্চারিতা, অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন, অবৈধ অর্থ লেনদেন, জোর জবরদস্তি আচরণ, দলীয় ও সাধারন জনগন অতিষ্ঠ এই জুলুমবাজ সিদ্ধিশী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন এর হাত থেকে বাঁচতে ইউনিয়ন বাসী তথা এলাকার সাধারন জনগন প্রতিকারের দাবিতে মানব বন্ধন করেন।


মানব বন্ধনে মোকলেছার রহমানের পুত্র মো: বুলবুল ইসলাম লিখিত বক্তব্য বলেন, আমি গত ২৯/০৬/২০২৫ ইং তারিখে দুপুর দেড়টার সময় প্রতিপক্ষ মো: সাইফুল ইসলাম, মো: নুর ইসলাম কাজী পিতা মৃত মজিবর রহমান গ্রাম-ছিট খন্ডখুই, মোঃ আলাউদ্দিন, পিতা-অজ্ঞাত, গ্রাম- মাদিলাহাট তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আমি নুর ইসলাম কাজীকে জমি রেজিষ্টারির কথা বললে আমার শশুর মাহবুর ইসলাম সুকৌশলে আমাকে বেতদিঘী ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে গিয়ে একটি কক্ষে আটক করে মারপিট করে।


মানব বন্ধনে বুলবুল ইসলাম বলেন, মারপিটের ঘটনায় কেউ যেন না জানে এবং মামলা যেন না হয়। অনেক চেষ্টা করে পা হাত ধরে বেঁচে আসি। গত ৩০/০৬/২০২৫ ইং তারিখে উল্লেখ্য ব্যক্তিরা নিজেরাই বাদী সেজে আমার পিতাকে বিবাদী করে ফুলবাড়ী থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও জিডি করেন। এসব ঘটনায় ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার সহ বেশ কয়েকটি স্থানে অভিযোগ করি।


এই হয়রানী ও মিথ্যা ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নিতে এই মানব বন্ধন। মানব বন্ধনে এলাকার শতাধিক ব্যক্তি অংশ গ্রহন করেন। আয়োজনে ছিলেন বেতদিঘী ইউনিয়ন বাসী।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ