খন্দকার সুদীপ্ত হাবিব
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমকাল পত্রিকার সাংবাদিক এবং বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমানের কন্যা আফিফা তাজরেমিন মৌনতা এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
সে শহরের বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো। মৌনতা এর আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পার্বতীপুর স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছিলো।
তার সাফল্যের বিষয়ে মৌনতা এ প্রতিনিধিকে বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত না হয়ে লেখাপড়া করতে পারলে সাফল্য অনিবার্য। তার লক্ষ্য ভাল কলেজে ভর্তি হয়ে লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্রে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া"। মৌনতা শিক্ষক অভিভাবক এবং সহপাঠী সহ সকলের দোয়া কামনা করছে।