ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কটিয়াদীতে জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন, শীর্ষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়


আপডেট সময় : ২০২৫-০৭-১২ ১৬:২৩:১৭
কটিয়াদীতে জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন, শীর্ষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কটিয়াদীতে জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন, শীর্ষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়


এম এ কুদ্দুছ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন। উপজেলায় এসএসসি পর্যায়ে ১৩৭, ভোকেশনাল-০১ ও দাখিলে-০৫ জন জিপিএ-৫ পেয়েছে।


৬৭ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছে, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়। এ ছাড়াও মসূয়া উচ্চ বিদ্যালয়-২৪, ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়-১৭, বৈরাগীর চর উচ্চ বিদ্যালয়-০৯,বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়-০৫, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-০৩, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়-০২, হাজী আবুল ফজল উচ্চ বিদ্যালয়-০২, চান্দপুর উচ্চ বিদ্যালয়-০২,আচমিতা জর্জ ইন্সটিটিউশন-০২,চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়-০১, হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়-০১,গচিহাটা পল্লী একাডেমী-০১ ও মন্ডল ভোগ উচ্চ বিদ্যালয় -০১ জন।


এসএসসি (ভোক.) কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-০১ জন। দাখিলে ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসা-০১, বানিয়াগ্রাম দাখিল মাদ্রাসা-০১, শিমুহা আব্দুল মজিদ দাখিল মাদ্রসা-০১, বাইরকাদি দাখিল মাদ্রসা-০১ ও মসুয়া দাখিল মাদ্রাসা -০১ জন জিপিএ-৫ পেয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ