ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর নলচিড়ার মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার


আপডেট সময় : ২০২৫-০৭-০৯ ২০:৪০:৫৬
গৌরনদীর নলচিড়ার মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার গৌরনদীর নলচিড়ার মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

‎কে এম সোহেব জুয়েল- বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মহিউদ্দিন খানের পুত্র মোঃ মাহফুজুর রহমান খান -১৪ গত ০৮ জুলাই ২৫ ইং রোজ মঙ্গলবার দুপুর দেরটার দিকে যোহোর নামাজ সেরে বাড়ি ফিরার পথে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


‎‎তার চাচা জামাল খান জানান,
গতকাল মঙ্গলবার  যোহর নামাজ সেরে বাড়ি যাওয়ার পথে তাকে খুঁজে  পাওয়া যাচ্ছে না।  


তাকে (মাফুজ) বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে না পেয়ে  অদ্য পর্যন্ত তার সন্ধ্যান পেতে বিভিন্ন  মহলে খোঁজ চলছে। এবং তাকে না পেয়ে পরিবারের লোকজন হতাশায় দিন কাটাচ্ছেন। নিখোঁজের পরিবার তার সন্তানকে খুঁজে পেতে প্রশাসন সহ বিভিন্ন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।  


নিখোঁজ যুবকের শারীরিক বর্ণনায় জানা যায়, তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট চুলের রং কালো গায়ে ছিল টি শার্ট  কফি কালার, পরনে ছিল পায়জামা। নিখোোঁজ পরিবারের লোকজনের দাবি যদি কেউ তার সন্তানের সম্পর্কে কোনো তথ্য পান, তবে নিকটতম থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ