ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ সাংবাদিক শাহজাহান খানকে দেখতে গেলেন অধ্যক্ষ বাবরসহ জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০৯ ১৩:৪০:৩০
অসুস্থ সাংবাদিক শাহজাহান খানকে দেখতে গেলেন অধ্যক্ষ বাবরসহ জামায়াত নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক শাহজাহান খানকে দেখতে গেলেন অধ্যক্ষ বাবরসহ জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:-

বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহজাহান খান অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসায় যান বরিশাল -৩ (বাবুগঞ্জ মুলাদি) আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সোমবার বরিশাল শহরে শাহজাহান খানের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।


এ সময় মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবরের সঙ্গে ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলামসহ জামায়াত নেতৃবৃন্দ। 


জামায়াত নেতা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, প্রবীণ সাংবাদিক শাহজাহান খান সাংবাদিকতার জগতে একজন নির্ভরযোগ্য নাম। তার অসুস্থতা আমাদের জন্য দুঃখজনক হলেও আমরা আশাবাদী—তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।


উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক যুগান্তর ও আজকের বার্তা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক শাহজাহান খানের চোখে সমস্যা থাকায় গত শনিবার রাতে বরিশালের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে তার চোখে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ