ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে হতদরিদ্রদের মাঝে অনুদানের চেক বিতরণ​


আপডেট সময় : ২০২৫-০৭-০৮ ২২:৩২:১১
ভূঞাপুরে হতদরিদ্রদের মাঝে অনুদানের চেক বিতরণ​ ভূঞাপুরে হতদরিদ্রদের মাঝে অনুদানের চেক বিতরণ​


মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।


উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। তারা অসুস্থ ও হতদরিদ্র ১২ জন উপকারভোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ১২ জন অসুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে এসব সহায়তা প্রদান করা হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ