ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম প্রধান পলাতক আসামী কফিল উদ্দিন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০৭ ২৩:৫০:৫২
গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম প্রধান পলাতক আসামী কফিল উদ্দিন গ্রেফতার। গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম প্রধান পলাতক আসামী কফিল উদ্দিন গ্রেফতার।


নিজস্ব প্রতিবেদক- র‍্যাব-১৩ এবং র‍্যাব-১ এর যৌথ অভিযানে বহুল আলোচিত গাজীপুরের কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম প্রধান পলাতক আসামী কফিল উদ্দিন নীলফামারী থেকে গ্রেফতার।


বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


উল্লেখ্য যে, গত ২৭ জুন ২০২৫ ইং তারিখ রাত্র অনুমান ০৮:০০ ঘটিকা হতে গত ২৮ জুন ২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় জিএমপি, গাজীপুর কোনাবাড়ী সাকিনস্থ গ্রীনল্যান্ড লিঃ ফ্যাক্টরীর ভিতরে বর্তমানে ধৃত আসামী কফিল উদ্দিন (৩৭) (সিকিউরিটি গার্ড) এবং পূর্বের ধৃত আসামী মোঃ রাশেদুল হাসান (৩৩) (মেকানিক্যাল ইনচার্জ) বেল্লাল হোসেন @ বেলাল(৪৩) (সিকিউরিটি গার্ড) সহ অজ্ঞাতনামা অন্যান্য আসামীগণ ভিকটিম গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর মেকানিক্যাল মিস্ত্রি হৃদয় (১৯)’কে হাত-পা রশি দ্বারা বেঁধে সারারাত মারপিট করে শরীরের বিভিন্ন অংশে নীলা-ফুলা ও গুরুতর জখম করতঃ হত্যা করে মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশ্যে পরিবারকে না জানিয়ে মৃতদেহটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


উক্ত ঘটনায় ভিকটিম এর বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা এজাহার দায়ের করে। যা জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানার মামলা নং-১০, তারিখঃ ২৮/০৬/২৫ ইং, ধারাঃ ৩০২/২০১ /৩৪ পেনাল কোড।


ঘটনাটি প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া ব্যাপক প্রচারিত হওয়া ছাড়াও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় গত ০৬ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০২:১০ ঘটিকার সময় র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর ও র‍্যাব-১৩, সিপিসি-০২, নীলফামারী, রংপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার ডোমার থানাধীন পূর্ব বোড়াগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত আসামী কফিল উদ্দিন (৩৭), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা- মোছাঃ জাহারা বেগম @কুলসুম, সাং- পূর্ব বোড়াগাড়ি, থানা- ডোমার, জেলা- নীলফামারী'কে তার নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করতে সক্ষম হয়।


আসামীকে নীলফামারী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ